অমরনাথ যাত্রায় জঙ্গি হানার আশঙ্কা, সতর্কবার্তা

আগামী জুলাই মাস থেকে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। প্রতি বছর ভ্রমণপ্রিয় বহু মানুষ তথা পুন্যার্থি‌রা যাত্রা করেন অমরনাথের উদ্দেশ্যে। এবারে অমরনাথ যাত্রা ১ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে। যাত্রা শুরুর আগেই জঙ্গি নাশকতার আভাস পাচ্ছে গোয়েন্দা মহল। তাই আগে থাকতেই নিরাপত্তাবাহিনীকে সতর্ক করা হল।

গোয়েন্দা সূত্রে খবর, অমরনাথ যাত্রার আগে জম্মুতে জঙ্গিদের কাজে লাগানোর ছক কষছে পাকিস্তান। রফিক নাই এবং মহম্মদ আমিন বাট নামে ২ জঙ্গিকে অমরনাথ যাত্রায় হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে বলে ওই সূত্রের দাবি। মূলত রাজৌরি-পুঞ্চ, পীরপঞ্জাল এলাকায় হামলার ছক কষা হয়েছে বলে ওই সূত্রের খবর। সামাজিক মাধ্যমে সেই জাতীয় কিছু গতিবিধি গোয়েন্দার নজরে পড়েছে বলে দাবি।

অমরনাথ যাত্রায় যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তাই নিরাপত্তা আরও আঁটসাঁট করা হচ্ছে। অমরনাথ যাত্রার আগে জম্মুর সমস্ত প্রান্তে নজরদারি চালানো শুরু করেছে নিরাপত্তাবাহিনী, পুলিশ, সিআরপিএফ, কুইক রেসপন্স টিম এবং সশস্ত্র সীমা বল। আগামী ১ জুলাই থেকে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে।


About The Author