পাকিস্তানে ভয়াবহ হামলা: নিহত পাক সেনার ১৬ জওয়ান, আহত ২৯

প্রতিবেশী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় শনিবার সকালে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ সেনা সদস্যের। গুরুতর আহত আরও ২৯ জন, যাঁদের মধ্যে রয়েছেন ১০ জন সেনা এবং ১৯ জন স্থানীয় বাসিন্দা। পাকিস্তানি তালেবান (TTP)-এর একটি উপশাখা ‘হাফিজ গুল বাহাদুর’ এই হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, মির আলি এলাকার খাদি মার্কেটে সেনাবাহিনীর একটি কনভয়ের উপর আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনাবাহিনীর গাড়িগুলির সামনে এসে ধাক্কা মারার ঠিক পরেই বিশাল বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের অভিঘাতে আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে, আহত হয়েছেন ছয়জন শিশু। গোটা এলাকা ছেয়ে গেছে ধ্বংসস্তূপে, আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

এই হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ভারতীয় বিশ্লেষকদের একাংশের মতে, সীমান্ত অঞ্চলে ক্রমাগত বাড়তে থাকা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি, তবে কূটনৈতিক স্তরে নজরদারি চলছে বলে সূত্রের খবর।

About The Author