২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় বিধায়ককে ‘থাপড়ানোর’ হুমকি TMC মুখপাত্রের!

মালদায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে বর্ষীয়ান বিধায়ককে তৃণমূলের মুখপাত্র-র হুমকি। তৃণমূলের অন্দরে বিতর্ক, বিজেপির কটাক্ষ।

একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মাঝেই তৃণমূলের অন্দরের তীব্র উত্তেজনা। মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রকাশ্যে বর্ষীয়ান বিধায়ক সমর মুখার্জিকে থাপ্পড় মারার হুমকি দিলেন দলের জেলা মুখপাত্র আশীষ কুন্ডু। পরিস্থিতি চরমে পৌঁছয় যখন আশীষ বিধায়কের দিকে তেড়ে যান।

ওই সভায় ছিলেন রাজ্যের মন্ত্রীরা, একাধিক বিধায়ক ও জেলা নেতৃত্ব। আচমকা এই ঘটনায় মঞ্চে উপস্থিত অনেকেই হতবাক হয়ে যান। আশীষ কুন্ডু সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করতে না চাইলেও, বিধায়ক সমর মুখার্জি স্পষ্ট বলেন, “আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি—তাদের নেতৃত্বেই দল চলছে।”

তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু মন্তব্য করেন, “একজন প্রবীণ বিধায়ককে এভাবে অপমান করা নিন্দনীয়। তাঁকে মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জি পর্যন্ত শ্রদ্ধা করেন।”

অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে তৃণমূলকে নিশানা করেছে বিজেপিও। দক্ষিণ মালদার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “এটাই তৃণমূলের সংস্কৃতি। নতুন কিছু নয়।”

About The Author