World Cup Final: বিশ্বকাপ অস্ট্রেলিয়ার, তীরে এসে তরী ডুবল ভারতের

স্বপ্নভঙ্গ রোহিতদের! চলতি বিশ্বকাপে প্রথম বার অলআউট ভারত। বিশ্বকাপ জিতে নিল প্যাট কামিন্সরা। প্রথম থেকে সব ম্যাচ জিতলেও ফাইনালে এসে মুখ থুবড়ে পড়ল ভারত। ফাইনাল ম্যাচে ৬ উইকেটে ভারতকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।

রবিবাসরীয় দুপুরে মহাধুম ধাম করেই শুরু হয়েছিল ফাইনাল ম্যাচ। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে প্রবল আত্মবিশ্বাসী ছিল রোহিতরা। এদিকে অস্ট্রেলিয়া প্রথম দু’টি ম্যাচে হারলেও পরের আটটি ম্যাচ জিতে ফাইনালে ওঠে। তাই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ‘সাবধানী’ অস্ট্রেলিয়া।

ভারত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান করে। ৩১ বলে ৪৭ রান করে আউট হন ভারতের অধিনায়ক। শুভমন গিল ৭ বলে ৪ করে আউট। রাহুল ৬৬। বিরাট আউট হলেন ৫৪ রানে। এদিকে, হেড হাকালেন সেঞ্চুরি। হেড-ল্যাবুশেন মিলিয়ে ২০০৩ সালেরই পুনরাবৃত্তি ঘটালেন। অস্ট্রেলিয়া ৪৩তম ওভারে ২৪১ রানের টার্গেট পূরণ করে কাপ জিতে গেল।

About The Author