পুজোর আগে ১৪ হাজার আপার প্রাইমারি টিচার নেওয়া হবে। ১০ হাজার ৫০০ প্রাইমারি টিচারও নেওয়া হবে পুজোর আগেই। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে মোট ৩২ হাজার শিক্ষককে নিয়োগপত্র দিতে চলেছে মমতা সরকার। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মেধার ভিত্তিতেই প্রাইমারি টিচার নিয়োগ করা হবে। লবি করার প্রয়োজন নেই। পুজোর আগে ১৪ হাজার আপার প্রাইমারি টিচার এবং ১০ হাজার ৫০০ প্রাইমারি টিচার নেওয়া হবে। পরের বছর মার্চের পর আরও সাড়ে ৭ হাজার টিচার নেওয়া হবে। পরীক্ষায় পাশ করেছেন তাঁরাই পাবেন। সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, এতদিন আদালতে মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল।