Teachers Protest: ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ! ‘অশালীনতার দায়ে আটক শতাধিক শিক্ষক

কলকাতা: পর্ষদের দুর্নীতি রাজ্যের ‘যোগ্য’ শিক্ষকদের নগ্ন করে দিয়েছে। প্রতিবাদে শুক্রবার শিয়ালদা থেকে নবান্ন অব্ধি ‘অর্ধনগ্ন মিছিল’ করতে বেরিয়েছিল চাকরিহারারা। কিন্তু সেই মিছিল শুরু হওয়ার আগেই ধরপাকড় শুরু হয় পুলিশের। শিয়ালদহ এবং ধর্মতলা থেকে অন্তত ১০০-র বেশি চাকরিহারা শিক্ষকদের আটক করা হয়েছে। টেনে হিঁচড়ে তোলা হল প্রিজন ভ্যানে।

পুলিশ বলছে, তারা শালিনতার মাত্রা ছাড়াচ্ছে। এদিকে, শিক্ষকদের দাবি, তাঁদের তরফে কোনও অশালীন কাজ করা হয়নি। বরং পুলিশ অকারণে তাঁদের ওপর অত্যাচার করেছে। বিনা প্ররোচনায় তাঁদের অনেককে আটক করেছে, টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যে আন্দোলনকারীরা ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ শুরু করছিলেন তাঁদের একে একে আটক করা হয়। চাকরিহারাদের সঙ্গে পুলিশের কার্যত বচসা, ধস্তাধস্তি হয়। প্রতিবাদীদের দাবি, তাঁরা কোনও রকম অশান্তি করেননি। শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ অনৈতিকভাবে তাঁদের ওপর অত্যাচার করেছে। আবারও লাঠিচার্জ করা হয়েছে। মহিলাদেরও মারতে বাদ রাখেনি পুলিশ। প্রসঙ্গত, রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে শুক্রবার শিয়ালদা থেকে নবান্ন অব্ধি ‘অর্ধনগ্ন মিছিল’ করতে বেরিয়েছিল চাকরিহারারা।

About The Author