সুপ্রিম রায় শুনেই পাওনাদারদের চাপ! নোট লিখে আ-ত্ম-হ-ন-নের চেষ্টা শিক্ষিকার

সুপ্রিম কোর্টের রায় শোনার পরই চরম পদক্ষেপের চেষ্টা ক্যানিংয়ের এক শিক্ষিকার। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ, সুপ্রিম কোর্টের রায় জানার পরই চাকরি বাতিলের আশঙ্কায় পাওনাদাররা ওই শিক্ষিকার বাড়িতে এসে চড়াও হন। এবং তাঁকে অবিলম্বে টাকা ফেরাতে চাপ দেন। এরপরই কাগজে মনের কথা সঙ্গে পাওনাদারদের নাম লিখে নিজেকে শেষ করার চেষ্টা করেন ওই শিক্ষিকা।

স্থানীয় সূত্রে খবর, একাধিক লোকের থেকে টাকা ধার নিয়েছিলেন মহিলা। কিন্তু টাকা তিনি শোধ করতে পারেননি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই পাওনাদাররা একে একে তাঁর বাড়িতে হাজির হয়ে টাকা ফেরত চান।

শিক্ষিকার স্বামী জানালেন, পাওনাদারদের থেকে টাকা ফেরত দেওয়ার জন্য সময় চাইলেও রাজি হননি তাঁরা। উলটে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। তারপরেই অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষিকা। সুইসাইড নোটে বেশ কয়েকজন পাওনাদারের নাম লেখা আছে বলে দাবি পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষিকাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

About The Author