সমাজ ছাড়া ছাত্র-শাসন! ছবি দেখে ক্ষুব্ধ অভিভাবকেরা, শিক্ষকের শাস্তির দাবি

তেলিয়ামুড়া: একজন শিক্ষক তাঁর ছাত্রদের একটু-আধটু শাসন করবে, এতে আর নতুন কি! তবে এখানে যে ছবি আপনারা দেখছেন, এমন সমাজ ছাড়া ছাত্র শাসন এর আগে কখনও দেখেছেন? রাস্তার পাশে ঠাটা রোদের মধ্যেই পড়ুয়াদের নিল ডাউন করিয়ে রাখেন অভিযুক্ত শিক্ষক। রাস্তা দিয়ে যাতায়াত করছেন লোকজন। লজ্জায় মুখ লুকচ্ছে পড়ুয়ারা। গুণধর শিক্ষকের এহেন কান্ডে অভিভাবক মহল ক্ষুব্ধ। এমন ব্যক্তিক্রমি ছবি উঠে এসেছে পশ্চিম ত্রিপুরার তেলিয়ামুড়া ইচারবিল এলাকা থেকে।

রবিবার ছাত্র-ছাত্রীদের সকাল থেকে দুপুর পর্যন্ত প্রখর রোদে রাস্তার পাশে নিলডাউন করিয়ে রাখেন। সেই ছবিও ক্যামেরা বন্দী হয়েছে। যা প্রত্যক্ষ করে বেজায় ক্ষুব্ধ অভিভাবক এবং স্থানীয়রা। গুণধর শিক্ষকের কান্ড কারখানা প্রত্যক্ষ করে এলাকায় ছিঃ ছিঃ রব পড়েছে। শিক্ষকের এমনধারা কাণ্ড বর্তমান সমাজ ব্যবস্থায় একেবারেই বেমানান। অভিভাবক এবং এলাকাবাসীরা ওই শিক্ষকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলেও কোনও ভ্রুক্ষেপ নেই অভিযুক্ত শিক্ষকের।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষকের নাম দেবব্রত দাস। এলাকায় দেবেন স্যার বলে পরিচিত। তিনি জীবন বিজ্ঞানের শিক্ষক। তবে তিনি এলাকায় দাবি করেন তিনি সব বিষয়েই বিজ্ঞ। ফলে এলাকার গরীব বাচ্চারা তার কাছেই পড়তে আসে। অভিযোগ, ওই শিক্ষক গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের পড়ানোর নামে অকথ্য নির্যাতন করেন।

About The Author