‘সেক্স টয়’ কিনতে গিয়ে প্রতারণার জালে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন শিলিগুড়ির এক ড্যান্স বারের মালিক। শনিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জে। জানা গিয়েছে, বেলাকোবার এক অবসরপ্রাপ্ত শিক্ষককে বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখিয়ে দফায় দফায় ৩৭ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক।
৩৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শিলিগুড়ির একটি বারের মালিককে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম পবন দাস। জানা গিয়েছে, ২০২০ সালে বেলাকোবার এক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিলিগুড়ির হংকং মার্কেটের এক দোকানে চাইনিজ পুতুল কিনতে যান। পুতুলটি কেনার জন্য প্রায় ১ লক্ষ টাকা দরদাম হয়। ওই শিক্ষক পুতুলটি নেওয়ার জন্য কয়েক হাজার টাকা বায়না করেন। এরপর পুতুলটি শিক্ষকের বাড়িতে পৌঁছে দিয়ে বাকি টাকা নেওয়ার কথা বলা হয়। তবে শিক্ষককে ফোনে জানানো হয় পুতুলটি নিয়ে যাওয়ার সময় আমবাড়ি ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়েছে। এরপর আমবাড়ি ফাঁড়ির পুলিশ অফিসার পরিচয় দিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া এড়াতে তার কাছ থেকে ২ লক্ষ টাকা নেওয়া হয়। এরপর বিভিন্নভাবে ভয় দেখিয়ে শিক্ষকের কাছ থেকে ৩৭ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
শিক্ষকের আরও অভিযোগ, জলপাইগুড়ির জেলাশাসক পরিচয় দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য তার কাছে বড় অঙ্কের টাকাও চাওয়া হয়। অবশেষে গত নভেম্বর মাসে গোটা বিষয়টি নিয়ে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই টাকা শিলিগুড়ির একটি বারের মালিক পবন দাস এবং সহ বেশ কয়েকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। শুক্রবার রাতে রাজগঞ্জ থানার এসআই মহম্মদ মনসুরউদ্দিনের নেতৃত্বে পবন দাসকে গ্রেপ্তার করা হয়। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।