স্ত্রীকে মেরে মৃ/ত/দে/হের সঙ্গে সেলফি! হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ধরিয়ে দিল স্বামীকে

স্ত্রীকে হত্যা করে মৃতদেহের সঙ্গে সেলফি তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলেন স্বামী। ঘটনায় চাঞ্চল্য, অভিযুক্ত গ্রেফতার।

তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। রবিবার দুপুরে ভাতার এলাকার একটি মহিলাদের হোস্টেলে প্রবেশ করেন বালামুরুগন নামের এক ব্যক্তি। তিনি দাবি করেছিলেন, স্ত্রী শ্রীপ্রিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু তাঁর পোশাকের ভেতরে লুকানো ছিল একটি ধারালো দা। সাক্ষাতের কিছুক্ষণের মধ্যেই দু’জনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। হঠাৎই বালামুরুগন অস্ত্র বের করে স্ত্রীর উপর হামলা চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীপ্রিয়ার।

এরপর যা ঘটল, তা আরও ভয়াবহ। পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীকে হত্যার পর বালামুরুগন মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সেটি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন, স্ত্রী তাঁকে ‘প্রতারিত’ করেছেন। আতঙ্কে হোস্টেলের অন্যান্য মহিলারা বাইরে বেরিয়ে যান। অভিযুক্ত কিন্তু পালাননি, বরং ঘটনাস্থলেই থেকে যান। পরে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে এবং অস্ত্র উদ্ধার করে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই তামিলনাড়ু জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিরোধীরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

About The Author