অভয়ার মঞ্চ থেকে মমতাকে ‘ডাইনি’ বলে চপেটাঘাতের হু/ম/কি তামান্নার মায়ের

হাজরার প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন নদিয়ার কালীগঞ্জে নিহত শিশু তামান্নার মা সাবিনা ইয়াসমিন

কলকাতা: আরজি কর নির্যাতিতার মৃত্যুবার্ষিকীতে হাজরার প্রতিবাদে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। বললেন, “প্রয়োজনে চটি দিয়ে মারব, আমার মেয়ের মৃত্যুর জবাব চাই।”

আরজি করের তরুণী চিকিৎসকের প্রথম মৃত্যুবার্ষিকীতে হাজরার প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন নদিয়ার কালীগঞ্জে নিহত শিশু তামান্নার মা সাবিনা ইয়াসমিন। তাঁর দাবি, “এই ডাকাত রানির গালে চটি মারতে চাই। তাঁর কারণেই আমার ছোট্ট তামান্নাকে হারাতে হয়েছে।”

গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় একরত্তি তামান্নার। প্রায় দেড় মাস কেটে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। সেই ক্ষোভ নিয়েই শনিবার নবান্ন অভিযানে অংশ নেন তামান্নার পরিবার। হাজরা মোড়ের প্রতিবাদ সভা থেকে সাবিনা বলেন, “আমি মমতার পতন চাইছি। জানতে চাই, কেন তামান্নাকে মারা হল? কেন তামান্নার মা’কে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে?”

তামান্নার বাবা জানান, “দু’মাস হয়ে গেল, খুনিদের এখনও ধরা হল না। অভয়ার মতোই আমার মেয়েরও সঠিক বিচার চাই।” প্রসঙ্গত, এদিন আরজি কর নির্যাতিতার মা-বাবাও নবান্ন অভিযানে অংশ নেন, এবং আহত হন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে। সেই খবর শুনে তামান্নার মা বলেন, “এই ডাকাত রানি মেয়েটাকে নিয়েও ক্ষান্ত হননি, এখন তার মা-কে মেরে ফেলতে চাইছে।”

তামান্নার মা আরও জানান, “আমার মেয়ের রক্তে আমার শরীর রাঙিয়ে নিয়েছি। এখনও ১৪ জন ঘুরে বেড়াচ্ছে, আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমি ভয় পাই না, এই লড়াই চালিয়ে যাব।”

About The Author