তালমা: শীতের সন্ধ্যায় গতিয়মান হাইরোডে দুই গাড়ির ঠোকাঠুকি। দুর্ঘটনায় কোনওরকমে রক্ষা পেয়েছেন দুই গাড়ির চালক এবং যাত্রী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির তালমায়। দুটি গাড়িই শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ছোট গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার সন্ধ্যায় তালমায় শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ট্র্যাফিক মোড়ের কাছেই ঘটে এই দুর্ঘটনা। ছোট গাড়িটিতে ১ মহিলা সহ মোট ৪ জন যাত্রী ছিলেন। কারোর সেরকম আঘাত লাগেনি। সকলেই সুস্থ রয়েছেন। কোনওরকমে রক্ষা পেয়েছেন দুই গাড়ির চালক।
স্থানীয়রা জানালেন, সন্ধ্যায় ৬টা ৪০ মিনিট নাগাদ একটি পঞ্জাব ট্রাকের সঙ্গে একটি সুইফট ডিজার গাড়ির ঠোকাঠুকি হয়। ঘটনার আগে গাড়ি দুটি পরপর একই অভিমুখে চলছিল। ছোট গাড়িটি আগে যেতে গিয়ে ঠোকাঠুকি লেগে যায়। গতি বেশি হলে দুর্ঘটনা আরও বড় আকার নিতে পারত।
এদিকে গত রাতেও আরও একটি দুর্ঘটনা ঘটে। রাতে দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। সেটি সোমবার রাস্তার পাশেই পড়েছিল। বিকেল থেকে গাড়িটি সরানোর কাজ চলছিল। সন্ধ্যায় ফের এই ঘটনা। নতুন করে দুর্ঘটনার খবরে চাঞ্চল্য ছড়ায় তালমা এলাকায়।