সকাল সকাল এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল তালমা এলাকায়। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের তালমা এলাকায় শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে জঙ্গল থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে খবর, সকাল সকাল রাস্তার পাশ দিয়ে যাতায়াত করার সময় স্থানীয়দের নজরে আসে এই ঘটনা। খবর দেওয়া হয় পুলিশকে। তালমার জাভরাভিটায় ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। শেষ খবর অনুযায়ী, মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
আমবাড়ির খবর তুমি যে ঘরে, কে তা জানত? সকালে রান্না ঘরে ঢুকতেই মিলল উপস্থিতি। প্রায় ৭ ফুট লম্বা অতিকায় অজগর সাপ উদ্ধার হল জলপাইগুড়ি রাজগঞ্জের আমবাড়িতে। মনে করা হচ্ছে, জঙ্গল ছেড়ে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকেছে অজগরটি।
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের বাড়িতে রান্নাঘরে সিলিংয়ের ওপরে বিশালাকার অজগর সাপটি দেখতে পান বাড়ির লোকেরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় জমায় সেই সাপটিকে দেখতে। খবর পেয়ে আমবাড়ি ফালাকাটা রেঞ্জের বনকর্মীরা ছুটে আসে। দীর্ঘ টানাটানির পর উদ্ধার করা হয় অজগরটিকে।
বনদপ্তর সূত্রে খবর, অজগরটি প্রায় সাত ফুট লম্বা। মনে করা হচ্ছে জঙ্গল থেকে করোতোয়া নদী পার হয়ে লোকালয়ে এসেছে সাপটি। অজগরটিকে বৈকুন্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা কামারভিটা এলাকার ঘটনায় এদিন সকালে চাঞ্চল্য ছড়ায়।