অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে হানুকা উৎসব চলাকালীন ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। মৃতের তালিকায় হামলাকারী একজন রয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সন্ধ্যায় সেখানে ইহুদি সম্প্রদায়ের চানুকাহ উৎসব চলছিল। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। সেই সময় আচমকাই বন্দুক হাতে ঢুকে পড়ে দুই আততায়ী এবং নির্বিচারে ভিড় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পাকিস্তানি নাগরিক সাজিদ আক্রম ও তাঁর ছেলে নবিদ। সাজিদের নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে সাজিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নবিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে পুলিশি প্রহরায় রাখা হয়েছে।
এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জন পুলিশ আধিকারিকও রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।
হামলার পর পুলিশ মোট ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অস্ট্রেলিয়া সরকার এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে ইহুদিদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল। ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

