প্রয়াত নাট্যব্যক্তিত্ব তথা বাংলা সিনেমার পরিচিত মুখ স্বাতীলেখা সেনগুপ্ত। বুধবার তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
প্রায় মাস খানেক ধরে কিডনির সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার দুপুরে কিডনি বিকল হয়ে হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর।
বাংলা সিনেমা এবং নাট্যমঞ্চ, দুই মাধ্যমেই কাজ করে গিয়েছেন। সত্যজিত রায়ের পরিচালনায় ‘ঘরে বাইরে’-তে বিমলার চরিত্রে তাঁর অভিনয় করেছেন। নাট্যমঞ্চে পাঞ্চজন্য, বিপন্নতা, নাচনী, অযত্নবাস, পাতা ঝরে যায়-এর মতো বহু নাটকে তাঁর অভিনয় অবিস্মরণীয়। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত বেলাশুরু এবং ধর্মযুদ্ধ ছবি দু’টি মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘বেলাশেষ’ সিনেমায় তাঁর অভিনয় ভোলার নয়।