Swami Shivananda: খালি পায়ে হাঁটু গেড়ে প্রণাম মোদীকে, ১২৫ বছরের ‘যুবক’ পেলেন পদ্মশ্রী সম্মান

১২৫ বছর বয়সে পদ্মশ্রী সম্মান পেলেন যোগী স্বামী শিবানন্দ। তৎকালীন ভারতের (বর্তমানে বাংলাদেশের) সিলেটের বাসিন্দা। দীর্ঘ ৫০ বছর ধরে অসহায় মানুষের সেবা করে চলেছেন। সাধ্যমত পোশাক-খাবারের ব্যবস্থা করেন। নিজেও একজন যোগী। সরল জীবন যাপন করে নিরোগ অবস্থায় বেঁচে রয়েছেন। সাধারণ দেশবাসীর কাছে তিনি অনুপ্রেরণা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে সম্মান এবং শংসাপত্র তুলে দেন। পুরস্কার গ্রহন করার আগে হাঁটু মুড়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে প্রণাম জানান।

About The Author