কলকাতা: সদ্য সমাপ্ত নবম-দশম শ্রেণির এসএসসি নিয়োগ পরীক্ষা ঘিরে ফের বিতর্কের সুর তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পরীক্ষার্থীদের মধ্যে ১৫২ জন ‘দাগি’ প্রার্থী ছিলেন, যাঁরা আগেও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। শুভেন্দুর আশঙ্কা, এই পরীক্ষাকে ঘিরে আবারও মামলা হবে।
তিনি বলেন, “পরীক্ষার নামে যা হয়েছে, তা প্রহসন। প্রশ্নপত্রের মান শিক্ষকের উপযুক্ত নয়, বরং উদ্দেশ্য ছিল সবাইকে পাস করিয়ে দেওয়া।” তাঁর অভিযোগ, তৃণমূল যাঁদের টাকা ফেরত দিতে পারেনি, তাঁদের চাকরি পাইয়ে দিতে এই পরীক্ষা ব্যবহার করা হয়েছে।
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও একই আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিগ্রস্তদের তালিকা অসম্পূর্ণ, এবং সেই তালিকার বাইরেও অনেকে পরীক্ষায় অংশ নিয়েছেন। ফলে গোটা প্রক্রিয়া বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরীক্ষার্থীদের একাংশও অনিশ্চয়তায় ভুগছেন। তাঁরা ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশন পর্যায়ে ভিডিয়োগ্রাফি চালুর দাবি জানিয়েছেন, যদিও SSC এখনও এ বিষয়ে সিদ্ধান্ত জানায়নি।