কলকাতা: ‘বাংলা’ বনাম ‘পশ্চিমবঙ্গ’! বৃহস্পতিবার বিজেপি বিধায়করা বিশেষ টি শার্ট পড়ে বিধানসভায় গিয়েছিলেন। টি শার্টে ‘২০ জুন পশ্চিমবঙ্গ দিবস’ লিখিয়ে তাঁরা ওই দিনতেই রাজ্যের বিশেষ দিবস উদযাপন করার পক্ষে আওয়াজ তোলেন। এভাবে টিশার্ট পরে বিধানসভায় আসা নিয়ে আপত্তি তোলেন খোদ স্পিকার। ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দেন, গেঞ্জি পরে আসাটা ঠিক নয়। এটা করতে পারেন না।
এদিকে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেয়। যা বিধানসভায় এদিন পাশ হল। এদিকে বিজেপির পক্ষ থেকে আগেই ২০ জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের উদ্যোগ নেওয়া হয়। এমনকী খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন। এনিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে উঠেছিল। শুভেন্দু বলেন, বিজেপির সব বিধায়কেরা রাজ্যপালের কাছে যাবেন এই নিয়ে। এদিকে মমতা বিধানসভায় জানিয়ে দিয়েছেন, ‘রাজ্যপাল সই না করলেও তাতে আমাদের কিছু যায় আসে না।’