AIIMS-র বেডে ‘স্থিতিশীল’ অভিজিৎ, এখন কেমন আছেন? খোঁজ নিতে হাজির শুভেন্দু!

প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে তিনি দিল্লির এমসে (AIIMS) চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, “আমি এটা জানাতে পেরে খুশি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর দ্রুত আরোগ্যের জন্য মা কালীর কাছে প্রার্থনা করছি।”

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্যানক্রিয়াসের সমস্যার কারণে ভর্তি করা হয়েছিল সাংসদকে। পরে অবস্থার অবনতি হওয়ায় পরিবার ও বিজেপি নেতৃত্বের পরামর্শে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির এমসে স্থানান্তরিত করা হয়।

সেখানে তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং শরীর থেকে জমে থাকা ফ্লুইড বার করা হয়। একই প্রক্রিয়া কলকাতার হাসপাতালে চিকিৎসাকালীনও করা হয়েছিল।

এমসে ভর্তির পর এক সপ্তাহ কাটতেই শারীরিক অবস্থার উন্নতি দেখা দেয়। তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়। এই প্রেক্ষিতেই শনিবার দিল্লি গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, কলকাতাতেও ভর্তি অবস্থায় তিনি অভিজিতের সঙ্গে দেখা করেছিলেন। সূত্রের খবর, আগেই সাংসদের শারীরিক অবস্থার আপডেট নিয়েছিলেন শুভেন্দু।

এই সাক্ষাতের ছবি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সাংসদের চিকিৎসার বিষয়টি তদারক করছেন বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু।

About The Author