রায়দিঘিতে তৃণমূলের মহিলাকর্মীদের বিক্ষোভের মুখে শুভেন্দু! কনভয়ে হামলার অভিযোগ

রায়দিঘিতে কালীপুজোর পথে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ। তৃণমূলের মহিলাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।

কালীপুজোর উদ্বোধনে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রবিবার রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে তাঁর কনভয় আচমকা বাধার মুখে পড়ে।

তৃণমূলের মহিলাকর্মীরা হাতে প্লাকার্ড ও পোস্টার নিয়ে রাস্তা ঘেরাও করেন। তাঁদের অভিযোগ—শুভেন্দু অধিকারী বাংলার শ্রমিক ও গরিব মানুষের প্রতি অবিচার করছেন। পোস্টারে লেখা ছিল, “১০০ দিনের টাকা দিন, তার পর রাজনীতি করুন”, “বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করুন” ইত্যাদি।

শুভেন্দুর দাবি, তাঁর গাড়ি দু’বার হামলার মুখে পড়েছে। তিনি বলেন, “আমি গাড়ির ভিতরে ছিলাম বলে কিছু হয়নি। এটা শুধু গাড়িতে হামলা নয়, আমার উপর হামলা। ওরা বর্বর।”

মঞ্চ থেকে তিনি বলেন, ‘আমি তো ঝাণ্ডা নিয়ে আসিনি, আমি শুভেন্দু, হিন্দুদের বন্ধু হয়ে এসেছি। ধর্মপালনের পথে বাধা দেওয়া হচ্ছে। দুই জায়গায় আমাকে আটকানোর চেষ্টা হয়েছে। কিন্তু পারবে না। পাহাড়ে যেমন শান্তি ফিরিয়ে এনেছি, এখানেও ফিরিয়ে আনব।”

এই ঘটনার পর তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাগ্‌যুদ্ধ শুরু হয়েছে। বিজেপি একে রাজনৈতিক হিংসা বলছে, তৃণমূল বলছে—এটা জনতার প্রতিবাদ।

About The Author