এগরার ‘অবৈধ’ বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে এপর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার খাদিকুলে গিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কাণ্ডের জন্য মমতাকে দায়ী করে পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘পুলিশের আইসি প্রতি মাসে এখান থেকে ৫০ হাজার টাকা করে তোলা নিতেন।’
মঙ্গলবার ভানু বাগ নামে এক ব্যবসায়ীর বাজি কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৯ জন। পরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। বুধবার মৃতের আত্মীয়দের সঙ্গে দেখা করে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে তিনি বলেন, ‘ভানু বাগ তৃণমূলের একজন বড় নেতা। উনি ২০১৩ সালে পঞ্চায়েতের সদস্য ছিলেন। ’১৮ সালে ওঁর বৌমাকে দাঁড় করিয়েছিলেন ভোটে।’ মৃতদের পরিবারের সামনে দাঁড়িয়ে শুভেন্দু এ-ও অভিযোগ করেন, ‘প্রমাণ লোপাট করছে পুলিশ। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। সেন্ট্রাল ফরেন্সিক দলকে দিয়ে তদন্ত হোক। নইলে সব প্রমাণ মমতার পুলিশ লোপাট করবে। কারণ পুলিশের সঙ্গে এদের ভাগ-বাঁটোয়ারা ছিল। এগরার আইসি প্রতি মাসে ৫০ হাজার টাকা করে তোলা নিয়ে যেতেন এখান থেকে।’
এগরার বিস্ফোরণ কাণ্ডে মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ওই কারখানা সেখানে অবৈধভাবে চলছিল। আগে ওই কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সে জামিনে ছাড়া পায়। এই ঘটনায় ভানু এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভানু ওড়িশায় পালিয়েছে। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে সেকথা জানা গিয়েছে বলে খবর। এই ঘটনায় মঙ্গলবার রাতেই দু’জনকে গ্রেপ্তার করা হয়।