Video: ‘এখনই পালান, নাহলে ডিটেক্ট হলে চ্যাংদোলা করে ওপারে ফেলে দেবে BSF’

‘এখনই পালান, নাহলে ডিটেক্ট হলে চ্যাংদোলা করে ওপারে ফেলে দেবে BSF’, অনুপ্রবেশকারীদের উদ্দেশে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর! অমিত শাহের পুরনো বক্তব্যের পুনরাবৃত্তি করে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন তিনি। নিচের ভিডিওগুলোতে সেই বক্তব্য ও প্রাসঙ্গিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ডিটেক্ট হওয়ার আগেই পালান, না হলে বিএসএফ ধরলে চ্যাংদোলা করে ওপারে ফেলে দেবে।”

দেখুন ভিডিও

About The Author