কলকাতা: রাজ্যে পুলিশের চাকরির পরীক্ষা ঘিরে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বাদুড়ঝোলা হয়ে পরীক্ষা দিতে গেছেন, কিন্তু তাঁদের কেউ চাকরি পাবেন না।” শুভেন্দুর দাবি, সরকার শুধু ফর্ম বিক্রি করে টাকা তুলছে, চাকরি দেওয়ার কোনও ইচ্ছা নেই। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করতে এই পরীক্ষা আয়োজন করেছে।
রাজ্যের পুলিশ নিয়োগ পরীক্ষা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, “যারা এই পরীক্ষায় বসেছেন, তাঁদের একজনও চাকরি পাবেন না।” তাঁর অভিযোগ, রাজ্য সরকার পরিকল্পিতভাবে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করছে। ফর্ম বিক্রি করে টাকা তোলা হচ্ছে, অথচ পরীক্ষার মাধ্যমে কাউকে চাকরি দেওয়ার ইচ্ছা নেই।
শুভেন্দুর বক্তব্যে উঠে আসে ভুয়ো কেন্দ্র তৈরি করে পরীক্ষা নেওয়ার অভিযোগও। তিনি বলেন, “সবাইকে পরীক্ষায় বসিয়ে গাজর ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আসলে চাকরি হবে না।” তাঁর দাবি, রাজ্য সরকার সব হিসেব কষে পরীক্ষার দিনক্ষণ ধার্য করেছে, যাতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণার সময় এই পরীক্ষা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা পাল্টা অভিযোগ করে বলেছেন, শুভেন্দু মানুষকে বিভ্রান্ত করছেন। অন্যদিকে বিজেপি কর্মীরা তাঁর বক্তব্যকে সমর্থন করে দাবি করেছেন, রাজ্যে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা হচ্ছে। পুলিশ নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

