‘২ কোটি ৪০ লক্ষ নাম বাদ যাবে, এরা কেউ ভারতীয় নয়…’, SIR নিয়ে বিস্ফোরক শুভেন্দু

কলকাতা: পূর্বে দাবি ছিল ১ কোটি, পরে ১.২০ কোটি, এবার সেই সংখ্যা পৌঁছল ২.৪০ কোটিতে! রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী SIR (Special Summary Revision)-এর প্রসঙ্গে দাবি করলেন, “২ কোটি ৪০ লক্ষ নাম বাদ যাবে। এরা ভারতীয় নয়।”

পূরশুড়ায় বিজেপির বিজয়া সম্মিলনীতে শুভেন্দু বলেন, “এসআইআর হল সেমিফাইনাল। যাঁদের নাম লিঙ্ক হয়নি, তাঁরা অনুপ্রবেশকারী। ভারতীয় সংখ্যালঘুদের ভয় নেই, কাগজ দেখিয়ে দিলেই হবে।”

তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “বিজেপি ২ কোটি কম ভোট পেয়েছে, তাই সেই ভোটারদের বাদ দিতে চাইছে। আগে বলেছিল ১ কোটি, এখন বলছে ২.২৫ কোটি, এবার ২.৪০! এটা কি সুস্থতার লক্ষণ?”

শুভেন্দুর দাবি অনুযায়ী, গত ১০–১২ বছরে বাংলাদেশি মুসলমানদের অনুপ্রবেশ ঘটেছে, এবং সঠিকভাবে SIR হলে তাঁদের নাম বাদ যাবে। তবে তৃণমূলের প্রশ্ন—২০১৪-র পর এত অনুপ্রবেশ হলে সীমান্ত নিরাপত্তা কোথায় ছিল?

রাজ্যজুড়ে SIR নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। নির্বাচন কমিশনের বিশেষ টিম ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বৈঠক করেছে, এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

About The Author