শুভেন্দুর ‘পা ধরে ক্ষমা’ চাইলেন সিভিক, ফেরার রাস্তায় নাটকীয় ঘটনা

শুভেন্দু বলছেন, মমতার পুলিশ দেখুন, সিভিক ইউনিফর্ম না পরেই ছবি তুলছে। হাইকোর্টের নির্দেশ ইত্যাদি নিয়ে কথা বলতে বলতেই শুভেন্দুর পায়ে লুটিয়ে পড়েন ওই যুবক।
জলপাইগুড়ি: ধূপগুড়ির রাস্তায় নাটকীয় ঘটনা! শুভেন্দু অধিকারীর পা ধরে ক্ষমা চাইলেন এক সিভিক ভলান্টিয়ার। ভিডিও ভাইরাল নেট মাধ্যমে।

মঙ্গলবার কোচবিহারের কর্মসূচী সেরে বাগডোগরা বিমানবন্দরের পথে ফিরছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ধূপগুড়ির কাছে জাতীয় সড়কে ঘটে গেল এক কাণ্ড।

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর গাড়ি থামিয়ে নেমে পড়েন, যখন তিনি দেখতে পান এক সিভিক ভলান্টিয়ার ট্রাফিক ডিউটিতে নিযুক্ত। শুভেন্দুর কনভয়ের ছবি তুলছিলেন। এরপর যা ঘটেছে, তা রীতিমতো চমকে দিয়েছে উপস্থিত জনতাকে।

শুভেন্দু অধিকারী সোজা এগিয়ে যান ওই সিভিক ভলান্টিয়ারের দিকে। কিছু কথোপকথনের পর, সিভিক কর্মী হঠাৎই তাঁর পা ধরে ক্ষমা চান। ঘটনাটি মুহূর্তেই ক্যামেরাবন্দি হয় এবং ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, শুভেন্দু দর্শকদের উদ্দেশ্যে বলছেন, ‘মমতার পুলিশ দেখুন, সিভিক ইউনিফর্ম না পরেই ছবি তুলছে। সেই ছবি পাঠাবে… হাইকোর্টের নির্দেশ ইত্যাদি নিয়ে কথা বলতে বলতেই শুভেন্দুর পায়ে লুটিয়ে পড়েন ওই যুবক।

রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা—এটি কি নিছকই ব্যক্তিগত অনুশোচনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও গল্প। এই নিয়ে অবশ্য তৃণমূল শিবিরের দাবি, কোচবিহার সফরে এসে কোণঠাসা হয়েছেন শুভেন্দু অধিকারী। তাই ফেরার পথে নাটক করে গেলেন।

About The Author