কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনীতির উত্তাপ বাড়ছে। রবিবার ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা— “ক্ষমতা থাকলে ভবানীপুরে দাঁড়ান, আপনাকে হারাব।”
শুভেন্দুর দাবি, ২০২১-এর উপনির্বাচনে ছাপ্পা ভোটে জয়ী হয়েছিলেন মমতা। এবার SIR (Special Intensive Revision) হলে ভবানীপুরের ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে, ফলে তৃণমূলের ভোট কমবে। তাঁর কথায়, “তৃণমূল ভয় পাচ্ছে কারণ ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে। তাই হয়তো এবার মেটিয়াবুরুজে গিয়ে দাঁড়াতে পারেন মমতা।”
তিনি আরও বলেন, “ভবানীপুরে শিখ, সিন্ধি, মারোয়ারি, বিহারি, গুজরাতি, ওড়িয়া—সব সম্প্রদায়ের মানুষ আছেন। এটা বিজেপির জায়গা। ধর্মরক্ষায় পালিয়ে আসা হিন্দু বাঙালিরাও এখানে থাকেন। এবার এই কেন্দ্র ধরে রাখার কাজ করবে বিজেপি।”
তবে শুভেন্দু নিজে ভবানীপুর থেকে দাঁড়াবেন কি না, তা স্পষ্ট করেননি। শুধু বলেছেন, “আপনারা প্রস্তুত তো? সবাই একজোট হোন। এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, হারাব, হারাব।” এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা হয়েছে। তৃণমূলের তরফে পাল্টা প্রতিক্রিয়া এখনও আসেনি।

