বুলেটপ্রুফ গাড়ি না থাকলে আজ মরেই যেতাম: শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য

কোচবিহার: পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার এক রাজনৈতিক সভায় দাবি করেন, “বুলেটপ্রুফ গাড়ি না থাকলে আজ মরেই যেতাম।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, তৃণমূলের ‘গুণ্ডাবাহিনী’ তাঁকে নিশানা করেছিল, এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে ‘নাটক’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

About The Author