‘তৃণমূল ফিরলে বাংলাদেশের মত হিন্দু নির্যাতন হবে’, জলপাইগুড়িতে শুভেন্দুর বার্তা

জলপাইগুড়িতে আজ এক জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। শুভেন্দু বলেন, তৃণমূল যদি আবার ক্ষমতায় আসে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো হিন্দু নির্যাতনের পথে যাবে।

তিনি দাবি করেন, বিজেপি ২০২৬ সালে বাংলার মানুষকে প্রকৃত পরিবর্তনের সিনেমা দেখাবে, যেখানে আর ‘পিসি-ভাইপো’ রাজনীতি থাকবে না।

সভায় তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, উল্লেখ করেন যে যারা রাজনৈতিক স্বার্থে কাজ করছে তাদেরও সময়মতো জবাব দেওয়া হবে।

প্রসঙ্গত, বিজেপির সভা ঘিরে এদিন পুলিশ এবং বিজেপি নেতাদের মধ্যে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ে।

শুভেন্দুর বক্তব্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং ভুয়ো ভোটের অভিযোগ স্পষ্টভাবে উঠে আসে। তিনি বলেন, বাংলার মানুষ আর ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী দেখতে চান না, বরং সুশাসন ও নিরাপত্তা চান। 

About The Author