সুন্দরবন: কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার হওয়া নারায়ণ হালদার আদৌ প্রকৃত অভিযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “টাকা খাইয়ে তৃণমূল ও পুলিশ মিলে নাটক করছে। মাত্র ১৫ দিনের জন্য গ্রেফতার দেখিয়ে দায় ঝেড়ে ফেলছে প্রশাসন।”
শুভেন্দুর অভিযোগ, নারায়ণ হালদার হলেন তৃণমূল নেতা ভূপতি হালদারের মদ্যপ ছেলে, এবং তাঁকে সামনে রেখে মূল ষড়যন্ত্রকারীদের আড়াল করা হচ্ছে।
তিনি বলেন, “এই গ্রেফতার আসলে লোক দেখানো। নারায়ণের পরিবারকে টাকা দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে।” তিনি আরও দাবি করেন, “এই ঘটনায় NIA তদন্ত হওয়া উচিত। তাহলেই প্রকৃত সত্য সামনে আসবে।”
অন্যদিকে, পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, “নারায়ণ হালদার মদ্যপ অবস্থায় প্রতিমা ভাঙচুর করেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” তবে শুভেন্দুর এই অভিযোগে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

