নাম বাদ যাবে ১.২৫ কোটি! বাংলাদেশি মুসলিমদের ‘পুশব্যাক’-এর হুঁশিয়ারি শুভেন্দুর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ দেওয়া হবে এবং তাঁদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হবে। নন্দীগ্রাম থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের বিস্ফোরক মন্তব্য করলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যাঁরা হিন্দু শরণার্থী হিসেবে এসেছেন, তাঁদের এই প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না।”

শুভেন্দু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়ে বলেন, “উত্তরপ্রদেশে ওপারের অত্যাচারিত হিন্দুদের পুনর্বাসনের জন্য প্রকল্প ঘোষণা করেছেন, যা প্রশংসনীয়।” পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিষয়ে তীব্র আক্রমণ শানান তিনি।

তিনি অভিযোগ করেন, “রাজ্যের পুলিশের অবস্থা এমন যে, একজন ডিএসপি র‍্যাংকের আধিকারিককে মুখ্যমন্ত্রীর জুতো পাহারার দায়িত্বে রাখা হয়। মুখ্যমন্ত্রী বারোটা দপ্তরের মন্ত্রী, তাঁর অ্যাটেন্ডেন্সের সুযোগে এমন অপমানজনক কাজ করানো হয়। এটা লজ্জাজনক। তাই আমি বলি—হীরক রানী বাই বাই।”

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা নিয়ে ষড়যন্ত্র করছে। প্রসঙ্গত, বিহারে ইতিমধ্যেই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ প্রক্রিয়ায় লক্ষাধিক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গে এই সংখ্যা ১.২৫ কোটি পর্যন্ত পৌঁছতে পারে।

About The Author