চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ, পুলিশ ফাঁড়িতে ধর্নায় বিরোধী দলনেতা

শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ, চন্দ্রকোনায় পুলিশ ফাঁড়িতে ধর্নায় বিরোধী দলনেতা!

শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড বাজারের কাছে ঘটনাটি ঘটে।

বিজেপি নেতার দাবি, বাঁশ ও লাঠি হাতে একদল তৃণমূল কর্মী ও সমর্থক তাঁর গাড়ির উপর চড়াও হন। প্রায় ঘণ্টাখানেক ধরে এই সংঘর্ষ চললেও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে শুভেন্দু সরাসরি চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে গিয়ে অবস্থান শুরু করেন। তাঁর বক্তব্য, “যতক্ষণ না অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ আমি এখানেই বসে থাকব।”

দলীয় সূত্রে জানা যায়, পুরুলিয়া থেকে জনসভা সেরে ফেরার পথে বিজেপি কর্মীরা শুভেন্দুকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ই তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। দু’পক্ষের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান চলতে থাকে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপি বলছে, এটি পরিকল্পিত হামলা।

 

About The Author