TMC-র শহিদ দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক Suvendu Adhikari-র

বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মুখে সরব প্রতিবাদ। শহিদ দিবসের দিনই উত্তরবঙ্গে প্রশাসনিক সদর দফতরের দিকে রওনা হবে বিজেপি যুব মোর্চা। একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়ে রাজনৈতিক লড়াই আরও উস্কে দিলেন তিনি।

মঙ্গলবার কসবায় যুব মোর্চার এক কর্মসূচিতে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “২১ জুলাই উত্তরকন্যা অভিযান হবে। আর ৯ অগাস্ট অভয়ার স্মৃতিতে পথে নামবে বিজেপি। হবে নবান্ন অভিযান।”

এই ঘোষণার পেছনে রয়েছে রাজ্যের এক বর্বর ধর্ষণ ও হত্যাকাণ্ডের বর্ষপূর্তি। আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণী চিকিৎসাকর্মীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনা তুলে ধরে শুভেন্দু বলেন, “অভয়ার চোখ দিয়ে জল নয়, রক্ত বেরিয়েছে। হাঁসখালি থেকে বগটুই—এই সরকার ধর্ষকদের রক্ষা করে।”

তিনি জানান, ৯ অগাস্টের কর্মসূচি অনুষ্ঠিত হবে দলীয় পতাকা ছাড়া। অভয়ার পরিবারের অনুমতি নিয়েই হবে প্রতিবাদ। “এটা একটা সম্মানজ্ঞাপক অভিযান। সরকার পতনের ডাক উঠবে সেখান থেকেই,” বলেন তিনি।

শুভেন্দু আরও বলেন, “আগামীকালই আমরা দলের নতুন সভাপতিকে স্বাগত জানাব। নতুন নেতৃত্বের হাত ধরে শুরু হবে নতুন লড়াই।”

About The Author