ভবানীপুরে মমতাকে হারানোর দায়িত্ব নিলেন Suvendu Adhikari

কলকাতা: আইপ্যাক-কাণ্ডে পালটা পথে নামলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতাকে হারানোর দায়িত্ব নিজের কাঁধে নিলেন বিরোধী দলনেতা।

আইপ্যাক-কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার ফের সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল সরকারকে। তাঁর বক্তব্য, “এই সরকার যাতে এপ্রিল মাসের পর না থাকে, সেই দায়িত্ব আপনাকে নিতে হবে।”

ভবানীপুর কেন্দ্র নিয়ে শুভেন্দু ফের বড় দাবি করেছেন। তিনি বলেন, “দল যাঁকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতাকে হারানোর দায়িত্ব আমার।” তাঁর দাবি, তৃণমূলের জনসমর্থন ক্রমশ কমছে এবং মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।

শুভেন্দুর এই মন্তব্যে বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। বিরোধী শিবিরের দাবি, তদন্তে বাধা দেওয়া হচ্ছে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা হচ্ছে।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাঁদের বক্তব্য, শুভেন্দুর মন্তব্য আসলে রাজনৈতিক নাটক। আইপ্যাক-কাণ্ডে পালটা পথে শুভেন্দুর আক্রমণ এবং ভবানীপুরে মমতাকে হারানোর চ্যালেঞ্জ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

About The Author