শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ, ভাঙল গাড়ির কাচ— উত্তেজনা কোচবিহারে

কোচবিহার: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফর ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে তাঁর কনভয় ঘিরে ধরেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। জাতীয় সড়কের বিভিন্ন মোড়ে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান যুব নেতারা, ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে পথঘাট।

ঘটনার সূত্র ধরে বিজেপির তরফে অভিযোগ, শুভেন্দুর কনভয়ে হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, একাধিক গাড়িতে ইট ছোড়া হয়, যার ফলে একটি গাড়ির কাচ ভেঙে যায়। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের বক্তব্য, “এটি ছিল প্রতীকী প্রতিবাদ, কোনও হামলা হয়নি।”

জলপাইগুড়ির পাহাড়পুরে আরও একটি ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়ে— শুভেন্দুর গাড়ি চলে যাওয়ার পর স্থানীয় টিএমসিপি সদস্যরা রাস্তায় গোবর জল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করেন। তাঁদের দাবি, “যে পথ দিয়ে শুভেন্দু গিয়েছেন, তা অপবিত্র হয়েছে।”

বিজেপির তরফে এই ঘটনার নিন্দা করে বলা হয়েছে, “রাজ্য সরকার বিরোধী নেতার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। প্রশাসনের মদতেই এই হামলা হয়েছে।” অন্যদিকে, তৃণমূলের দাবি, “শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে বিভাজনের রাজনীতি করতে এসেছেন, জনগণ তার প্রতিবাদ করছে।”

এই ঘটনার পর প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য কোচবিহার ও জলপাইগুড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

About The Author