২১ জুলাই শুভেন্দু অধিকারীর ‘উত্তরকন্যা অভিযানে’ মানতে হবে এই শর্তগুলি! নির্দেশ হাইকোর্টের

কলকাতা: ২১শে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট তাঁর এই কর্মসূচিকে অনুমতি দিলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যা যা শর্ত দেওয়া হয়েছে:

  • যানজট এড়াতে পরিকল্পনা: সভা ও মিছিলের জন্য কলকাতা পুলিশের কাছে যানজট এড়াতে বিশেষ পরিকল্পনা ও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
  • ছুটি ঘোষণার প্রস্তাব: আদালত রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে ২১ তারিখে ছুটি ঘোষণার বিষয়ে বিবেচনা করতে, যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন।
  • নিয়ন্ত্রণ ও নিরাপত্তা: মিছিলের রুট, অংশগ্রহণকারীর সংখ্যা, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি নিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে।
  • পরিস্থিতির উপর নজরদারি: কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যেন না তৈরি হয়, সেই বিষয়ে আদালত সতর্ক করেছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

২১শে জুলাই দিনটি এরাজ্যে সাধারণত তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ‘উত্তরকন্যা অভিযান’-এর ডাক দিয়েছেন। বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আদালত এই কর্মসূচি যাতে আইনানুগ ও জনস্বার্থ পরিপন্থী না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে চায়।

About The Author