Rajganj: কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

ঘরের সিলিং থেকে একটি কাপড়ে গলায় ফাঁস লাগানো। মেঝের ওপর একরকম দাঁড়িয়ে রয়েছে কিশোরীর নিথর দেহ! এমন অবস্থায় গ্রামবাসীরা সরিফার শেষ দেখা দেখলেন। দু’পা মেঝেতে রেখে আত্মঘাতী? উঠছে প্রশ্ন। এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলের লক্ষীস্থান গ্রামে।

রবিবার সকালে ঘর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম সরিফা খাতুন (১৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছে নাবালিকা। সরিফা মানসিকভাবে অসুস্থ ছিল বলেও দাবি। যদিও এই ব্যাপারে রাজগঞ্জ থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অস্বাভাবিক মৃত্যু ধরে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিবার সূত্রে খবর, সকালে কাজে বেড়িয়েছিলেন বাড়ির সবাই। সেই সময় ফাঁকা বাড়িতে একটি ঘরে গলায় ফাঁস লাগায় সরিফা। বাড়িতে তাঁদের মা একাই ছিলেন। তিনিই প্রথম দেখতে পান এই ঘটনা।

স্থানীয়দের দাবি, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য শফিকুল ইসলাম বলেন, দাদা-বোনের মধ্যে ঝগড়া থেকেই এমন কাণ্ড ঘটেছে বলে শুনতে পেলাম। প্রতিবেশীরা জানান, কিশোরীর বাবা নেই। তাঁরা তিন ভাই বোন মাকে নিয়ে এক বাড়িতে থাকেন। বেশকয়েকদিন ধরেই দাদাদের সঙ্গে বোনের কথা কাটাকাটি চলছিল। এর জেরে মানসিক অবসাদে এমন কাণ্ড ঘটাতে পারে সরিফা। সোমবার রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয় কিশোরীর দেহ। সেখান থেকে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়। রাজগঞ্জ থানার আইসি জানান, পারিবারিক অশান্তি নিয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ধরে নিয়ে তদন্ত শুরু হয়েছে।

About The Author