নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কারকি, শুক্রবার রাতেই শপথ

কাঠমান্ডু: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে চলেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি। শুক্রবার রাত ৯টায় এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর।

সাম্প্রতিক সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভের জেরে তিনদিন ধরে চলা Gen-Z আন্দোলনের পর, রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও সেনাপ্রধান আশোক রাজ সিগদেলের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছনো হয়।

কারকির নেতৃত্বে একটি ছোট অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠিত হবে, যা শুক্রবার রাতেই প্রথম বৈঠকে বসবে। এই মন্ত্রিসভা কেন্দ্রীয় ও সাতটি প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারে বলে জানা গেছে।

২০১৬-১৭ সালে নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন সুশীলা কারকি। দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের জন্য তরুণ প্রজন্মের মধ্যে তিনি বিশেষ জনপ্রিয়।

About The Author