নেপালের ইতিহাসে প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধান! শপথ নিলেন সুশীলা কারকি

নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী! অন্তর্বর্তী প্রধান হিসাবে শপথ নিলেন সুশীলা কারকি

কাঠমান্ডু: নেপালের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদে শপথ নিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কারকি।

সাম্প্রতিক দুর্নীতিবিরোধী আন্দোলন ও Gen Z তরুণদের নেতৃত্বে হওয়া গণআন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেই রাজনৈতিক সংকটের আবহে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান ও আন্দোলনকারীদের আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সুশীলা কারকি, যিনি ২০১৬ সালে নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি হয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের জন্য পরিচিত। ৭৩ বছর বয়সী এই আইনজীবী ও বিচারপতি এবার দেশের শীর্ষ প্রশাসনিক পদে আসীন হলেন।

তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করবে। আন্দোলনের সময় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, বহু রাজনৈতিক নেতা গা ঢাকা দিয়েছেন। এই পরিস্থিতিতে কারকির নেতৃত্বে নতুন সূচনার আশা দেখছে নেপাল।

About The Author