সম্পর্কের টানাপোড়নের জেরে প্রাক্তন প্রেমিকা সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করেছিল প্রেমিক সুশান্ত চৌধুরী। প্রেয় দেড় বছর মামলা চলার পর সুশান্তকে ফাঁসির সাজা শোনাল আদালত। সুশান্তর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুতপা চৌধুরীর। সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসায় সুতপাকে খুন করেন অভিযুক্ত।
সুশান্তের আইনজীবী তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের প্রার্থনা করলেও ফাঁসির সাজা আটকানো গেল না। এদিকে, সুতপার বাবা বলেন, আজ মেয়ের আত্মা শান্তি পাবে। সরকারপক্ষের আইনজীবী বলেন, “যদি একজন মহিলা সম্পর্ক থেকে সরে আসতে চান তাহলে প্রেমিকাকে খুন করার অধিকার জন্মায় না কারও।
উল্লেখ্য, দেড় বছর আগে মুর্শিদাবাদের বহরমপুরের এক সন্ধ্যায় প্রাক্তন প্রেমিকা সুতপাকে এলোপাথাড়ি কোপান সুশান্ত। সম্পর্কের জটিলতার জেরে খুন হতে হয় সুতপাকে। ঘটনার ৭৫ দিনের মাথায় বহরমপুর আদালতে নৃশংস হত্যাকাণ্ডের চার্জশিট জমা দেয় পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসে সুতপার উপর রাগ ও হতাশা থেকে এই খুন করেন অভিযুক্ত। বৃহস্পতিবার বহরমপুরে আদালত কক্ষ ছাড়ার আগে বার বার পরিজনদের দিকে তাকিয়ে কেঁদে ফেলেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি সুশান্ত চৌধুরী।