SIR শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও বৈধতা দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধনে বড় স্বস্তি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও বৈধ নথি হিসেবে মান্যতা দিল সুপ্রিম কোর্ট!

এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা কমাতে সোমবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, এখন থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও এসআইআর শুনানিতে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে। এর আগে জাতীয় নির্বাচন কমিশন এই নথি গ্রহণে আপত্তি জানিয়েছিল। আদালতের পর্যবেক্ষণ, যেহেতু অ্যাডমিট কার্ডে জন্মতারিখ উল্লেখ থাকে, তাই এটি প্রামাণ্য নথি হিসেবে গণ্য হবে।

শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আদালত আরও নির্দেশ দিয়েছে, ভোটার চাইলে তাঁর সঙ্গে একজন প্রতিনিধি বা সাহায্যকারীকে নিয়ে যেতে পারবেন। বয়স্ক বা নিরক্ষর ভোটারদের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকার বিএলও (BLO)-কেও প্রতিনিধি হিসেবে নেওয়া যেতে পারে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর শুনানিকে কেন্দ্র করে সাম্প্রতিক অশান্তির ঘটনাপ্রবাহও আদালতের নজরে এসেছে। তাই রাজ্যের ডিজিপিকে (DGP) কড়া নির্দেশ দেওয়া হয়েছে, শুনানি চলাকালীন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

নির্বাচন কমিশনকে পুরো প্রক্রিয়া মসৃণভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে আদালত। আগামী দু’সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে। রাজনৈতিক মহলের মতে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দেওয়া সাধারণ মানুষের জন্য বড় নৈতিক জয়।

About The Author