Supreme Court: মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতেই ধমক দিলেন প্রধান বিচারপতি

‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। আপনি বললেই, মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হবে না। এটা আমাদের কাজ নয়’, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতেই এক আইনজীবীকে ধমকে দিলেন প্রধান বিচারপতি।

মঙ্গলবার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। নির্যাতিতার নাম ব্যবহার নিয়ে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বলা হয়েছে, উইকিপেডিয়া থেকে সেই নাম সরাতে হবে।

পাশাপাশি, কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সঠিক করতে বলল সুপ্রিম কোর্ট। রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘রাজ্যকে ওই বিজ্ঞপ্তি ঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার। আপনারা বলতে পারেন না, মহিলারা রাতে কাজ করতে পারবেন কি না।’ প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের আবহে ১৯ অগস্ট এই বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার।

গত শুনানিতে কোর্ট নির্দেশ দিয়েছিল ডাক্তারদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। ওই বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে তাও জানতে চাইল উচ্চ আদালত। রাজ্যের পক্ষ থেকে আইনজীবী জানালেন, পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।

About The Author