দেশে BBC-কে নিষিদ্ধ করার দাবি নাকচ করল সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে BBC-র বিতর্কিত তথ্যচিত্র প্রকাশ্যে আসতেই তোলপাড় পরে গিয়েছিল দেশজুড়ে। BBC-কে ব্যান করার দাবি করেছিলেন অনেকে। ‘কট্টরপন্থী’ সংগঠন হিন্দুসেনার তরফে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। দেশে বিবিসি-র সম্প্রচারে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট।

শুক্রবার এই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এমএম সুন্দের্শের বেঞ্চের প্রশ্ন, ‘একটি তথ্যচিত্র কী ভাবে দেশকে প্রভাবিত করতে পারে?’ রায়দানের সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই তথ্যচিত্রটি নিয়ে ‘সম্পূর্ণ ভুল ধারণা’ পোষণ করছেন আবেদনকারী।

‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ নামে BBC-র ওই তথ্যচিত্রটি এ দেশে সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রের মোদী সরকার। ১ ঘণ্টা করে দু’পর্বের ওই তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীর জমানায় গোধরাকাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক হিংসায় আলোকপাত করা হয়েছে। যা নিয়ে দেশে-বিদেশে বিতর্ক শুরু হয়েছে। একে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বলেও তকমা দেওয়া হয়েছে। টুইটার এবং ইউটিউবের মতো সমাজমাধ্যমে BBC-র ওই তথ্যচিত্রটির লিঙ্ক ‘ব্লক’ করার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার।

About The Author