দিল্লির রাস্তায় পথ কুকুরদের বিচরণ ঠেকাতে নয়া নির্দেশ শীর্ষ আদালতের

দিল্লির রাস্তায় পথকুকুরদের দৌরাত্ম্য রুখতে সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে—সব কুকুরকে সরিয়ে নিয়ে যেতে হবে স্থায়ী আশ্রয়স্থলে। জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ জরুরি বলে মত আদালতের।

দিল্লির রাস্তায় আর ঘুরে বেড়াতে পারবে না পথকুকুরেরা—এই মর্মে সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে কড়া নির্দেশ দিয়েছে। জননিরাপত্তা এবং নাগরিকদের দৈনন্দিন চলাচলকে নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আদালত।

গত কয়েক বছরে রাজধানীতে পথকুকুরের কামড়, আক্রমণ এবং জনদুর্ভোগের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এই সমস্যা ভয়াবহ আকার নিয়েছে। একাধিক মামলায় এই বিষয়টি আদালতের নজরে আসে। এরপরই সুপ্রিম কোর্ট জানায়, রাস্তায় থাকা কুকুরদের হত্যা নয়, বরং তাদের স্থায়ী আশ্রয়স্থলে স্থানান্তর করতে হবে।

আদালত স্পষ্ট করেছে, এই পদক্ষেপ যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে নেওয়া হয়। কুকুরদের প্রতি নিষ্ঠুরতা নয়, বরং শহরের নাগরিকদের নিরাপত্তা এবং কুকুরদের সুরক্ষা—দুইয়ের ভারসাম্য রক্ষা করেই কাজ করতে হবে প্রশাসনকে।

দিল্লি পুরসভা এবং রাজ্য সরকারকে এই নির্দেশ দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদালত জানিয়েছে, প্রয়োজনে NGO বা পশু কল্যাণ সংস্থার সহায়তা নেওয়া যেতে পারে।

এই নির্দেশকে ঘিরে জনমত বিভক্ত। কেউ কেউ বলছেন, এটি জনস্বার্থে জরুরি পদক্ষেপ, আবার অনেকে কুকুরদের অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তবে আদালতের মতে, শহরের রাস্তায় মানুষের নিরাপত্তা আগে—এটাই এখন মূল বিবেচ্য।

About The Author