কলকাতা: নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিডিওকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আত্মসমর্পণ করতে হবে। আদালত স্পষ্ট করেছে, আত্মসমর্পণের পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে।
বিরোধীরা অভিযোগ করেছে, প্রশাসনের উচ্চপদে থাকা একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলার চিত্রকে প্রশ্নের মুখে ফেলছে। অন্যদিকে শাসকদল জানিয়েছে, আইন নিজের পথে চলবে এবং আদালতের নির্দেশ মেনে চলা হবে।
প্রসঙ্গত, নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় প্রশান্ত বর্মনের নাম উঠে আসে। তদন্তে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া যায়। এর আগে কলকাতা হাইকোর্টে তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপর তিনি সুপ্রিম কোর্টে যান।

