বৃদ্ধ মা-বাবাকে না দেখলে সম্পত্তির অধিকার নেই সন্তানদের, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বৃদ্ধ মা-বাবার দেখাশোনা না করতে পারলে সম্পত্তির অধিকার বা তাঁদের বাড়িতে থাকার অধিকার পাবেন না সন্তানরা। সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত।

জানা গেল, ৬১ বছর বয়সী ছেলেকে তার বাবার মুম্বইয়ের ঘর থেকে বেরিয়ে যেতে বলে তার ৮০ ও ৭৮ বছর বয়সী বৃদ্ধ মা-বাবাকে। দেখভাল তো দূরের কোথা। ‘অসহায়’ মা-বাবা বাধ্য হয়ে উত্তরপ্রদেশে চলে যান।

শুরুতে হাইকোর্ট ছেলের আবেদন মঞ্জুর করেছিল, কিন্তু পরে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে। আদালত জানিয়েছে, ছেলেকে ৩০ নভেম্বরের মধ্যে ঘর খালি করতে হবে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের ৮০ ও ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ দম্পতির ছেলে তাঁদের দেখভাল না করে নিজে সেই ঘরে বসবাস করছিল। বৃদ্ধ মা-বাবা তাই বাধ্য হয়ে উত্তরপ্রদেশে ফিরে যান এবং Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 অনুযায়ী ট্রাইব্যুনালে মামলা করেন।

এই নিয়ে প্রথমে বম্বে হাইকোর্ট ‘অভিযুক্ত’ ছেলেকে রক্ষা করলেও, সুপ্রিম কোর্ট জানায়—যেহেতু ট্রাইব্যুনালে আবেদন করার সময় ছেলে ৫৯ বছর বয়সী ছিলেন, তাই উচ্ছেদের নির্দেশ বৈধ। বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতা বলেন, “এই আইন প্রবীণ নাগরিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় উদারভাবে প্রয়োগ করতে হবে।” আদালত নির্দেশ দেয়, ছেলে নভেম্বরের ৩০ তারিখের মধ্যে দুটি ঘর খালি করে মা-বাবার হাতে তুলে দেবেন।

আরেকদিকে, নিঃসন্তান হিন্দু বিধবার সম্পত্তি নিয়ে আদালত জানায়, উইল না থাকলে সেই সম্পত্তি যাবে শ্বশুরবাড়ির হাতে, বাপের বাড়ির নয়।

জানা গেল, কোভিডে এক দম্পতির মৃত্যুর পর মহিলার মা ও শ্বশুরবাড়ি উভয়েই ওই সম্পত্তির দাবি তোলেন।

হিন্দু উত্তরাধিকার আইনের ভিত্তিতে আদালত জানায়, স্বামীর পরিবারেরই সেই সম্পত্তির অধিকার থাকবে। বিচারপতি বিভি নাগরত্না মন্তব্য করেন, “এই আইন হাজার বছরের প্রথার ভিত্তিতে তৈরি, আমরা সেটি এই মুহূর্তে বদলাতে চাই না।”

About The Author