সমলিঙ্গ সম্পর্ককে আগেই বৈধ ঘোষণা করেছিল ভারতের সর্বোচ্চ আদালত। এবার সমলিঙ্গ বিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট নতুন রায় শোনাল।
সমলিঙ্গ সম্পর্কের পর সমলিঙ্গ বিয়ে! বৈধতা পাবে কি না, তা জানতে মঙ্গলবার সুপ্রিম রায়ের দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। এদিন বিয়ের আইনি স্বীকৃতি না দিলেও সমলিঙ্গ সম্পর্ককে স্বীকার করে শীর্ষ আদালত জানিয়ে দিল, সমলিঙ্গ বিয়েকে বৈধতা দেওয়ার ক্ষমতা দেশের শীর্ষ আদালতের নেই। বিশেষ বিবাহ আইন পরিবর্তন করা সংসদের কাজ, জানিয়ে দিল পাঁচ বিচারপতির বেঞ্চ। যারা এই সম্পর্কে আছেন, তাঁদের অধিকার সুরক্ষার বিষয়টি যেন নিশ্চিত করে সরকার। সেই সঙ্গে সমলিঙ্গ বিয়ে সমাজ মতে বৈধ বা অবৈধ কি না তা ঠিক করুক দেশের সংসদ। আইনসভায় এই ব্যাপারে আলচনার মাধ্যমে সিদ্ধান্ত হোক, জানাল সুপ্রিম কোর্ট।