নয় মাস মহাকাশে কাটানোর পর, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মী বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরছেন।
নাসা জানিয়েছে, তাঁরা ১৯ মার্চ ফ্লোরিডা উপকূলে স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় ভোর ৩টা ২৭ মিনিটে) অবতরণ করবেন।
প্রথমে আট দিনের মিশনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু বোয়িং স্টারলাইনার মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের মিশন দীর্ঘায়িত হয়ে নয় মাসে পরিণত হয়। এই সময়ের মধ্যে তাঁরা মহাকাশ স্টেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন।
তাঁদের ফেরাতে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান ইতিমধ্যে মহাকাশ স্টেশনে পৌঁছেছে। সুনীতা এবং বুচ তাঁদের দায়িত্ব নতুন মহাকাশচারীদের কাছে হস্তান্তর করছেন। নাসা এই অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করবে, যা নাসার ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের পাতায় দেখা যাবে।
সুনীতা উইলিয়ামসের এই দীর্ঘ মহাকাশ যাত্রা এবং সফল প্রত্যাবর্তন মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

