Rajganj: ১১ দিন বন্ধ থাকার পর খুলে গেল সুখানি চা বাগান

অবশেষে পুজোর আগেই খুলে গেল রাজগঞ্জের সুখানি চা বাগান। খুশির হাওয়া শ্রমিক মহল্লায়।

শ্রমিক-মালিক অসন্তোষের জেরে ১১ দিন আগে রাজগঞ্জের সুখানী চা বাগান বন্ধ হয়ে গিয়েছিল। কর্মহীন হয়ে পড়ে প্রায় ৩০০ শ্রমিক। শুক্রবার জলপাইগুড়ি শ্রম দপ্তরে এই নিয়ে বৈঠকের মাধ্যমে কিছুটা সমস্যা সমাধান হয়। দীর্ঘ আলোচনার পর অবশেষে মালিকপক্ষ বাগান খোলার সিদ্ধান্ত নেয়। সেই মত শনিবার সকালে বাগান খুলে দেওয়া হয়। সাত সকালে কাজে যোগ দেন শ্রমিকেরাও। এই বিষয়ে বাগানের শ্রমিকরা জানায় পুজোর আগে বাগান খুলে যাওয়ায় সকলে খুশি। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের শ্রমিক নেতা তপন দে জানান,  পুজোর পরে আবারও আলোচনা করে সব সমস্যার সমাধান করা হবে।

About The Author