‘২৬-এ বিজেপি জিতলে থানার সামনে থাকবে বুলডোজার’: সুকান্ত মজুমদার

‘বিজেপি আসলে বুলডোজার-বুলডোজার খেলা হবে!’ কাকদ্বীপের প্রতিবাদ সভা থেকে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার সুর ছড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, “২০২৬-এ বিজেপি ক্ষমতায় এলে থানার সামনে থাকবে বুলডোজার”—তাঁর বক্তব্যে FIR নয়, বিচার হবে ‘অন দ্য স্পট’—এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। দেখুন ভিডিও—

About The Author