‘ববির সাজানো লোক, তৃণমূল কর্মী’, বিক্ষোভকারীদের ছবি প্রকাশ সুকান্ত মজুমদারের

কলকাতা: ডায়মন্ড হারবারে বিক্ষোভকারীদের ছবি প্রকাশ করে সুকান্ত মজুমদার দাবি করলেন, তাঁরা ববির সাজানো তৃণমূল কর্মী।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভের ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে আহত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে তাঁর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। পরে তৃণমূল একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে দাবি করে, সুকান্ত নিজেই বলেছেন বিক্ষোভকারীরা ‘ববির লোক’। ববি বলতে অভিজিৎ দাসকে বোঝানো হয়েছে, যিনি গত লোকসভা নির্বাচনে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ছিলেন।

সন্ধ্যায় পাল্টা সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে বিক্ষোভকারীদের ছবি প্রকাশ করেন। তাঁর দাবি, গেরুয়া উত্তরীয় পরে বিজেপি কর্মী সাজানো ওই ব্যক্তিরা আসলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা শামিমের ঘনিষ্ঠ সহযোগী। তিনি লিখেছেন, “গলায় গেরুয়া উত্তরীয় পরে আর কপালে তিলক এঁকে কারসাজি করে বিজেপি কর্মী সেজে এরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে। ছবিতে যাকে দেখা যাচ্ছে, সে তৃণমূলের দাগী দুষ্কৃতী রাজু।” তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি নেতারা নিজেরাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। অন্যদিকে দিলীপ ঘোষও দাবি করেছেন, বিক্ষোভকারীরা তৃণমূলের লোক এবং বিজেপির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

About The Author